বিজয় মাহমুদ, জেলা প্রতিনিধি, যশোর: ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক প্রথম প্রহর” পত্রিকার যশোর টিমের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাবিবুর রহমান।
শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় যশোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে নেতৃত্ব দেন পত্রিকার যশোর ব্যুরো চীফ সাংবাদিক সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা প্রতিনিধি মাহমুদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর শহর প্রতিনিধি তানজিজুল হাকিম তানিন, চৌগাছা প্রতিনিধি আশফুজ্জামান বাবু, খাজুরা প্রতিনিধি রাব্বি হোসেন, প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম, আবু জার গীফারী, মোঃ রায়হান পারভেজ, আরিফ হোসেন, অভয়নগর প্রতিনিধি মোঃ মাহাদি হাসানসহ আরও অনেক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাবিবুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিক সমাজ জাতির দর্পণ, তারা সমাজের সঠিক চিত্র তুলে ধরেন। তাই সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হোক আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “দেশ ও উন্নয়নের জন্য সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। আপনারা সবাই সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই আমার প্রত্যাশা।”
সৌজন্য সাক্ষাৎ শেষে সবাই একসঙ্গে স্মারক ছবি তোলেন এবং আগামীর পথচলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।