সুলাইমান কবির রাব্বি, খাজুরা প্রতিনিধি: যশোর বাঙালীর সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।বাংলা সনের ১৪৩২ শুভ বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়।
১৪ এপ্রিল পহেলা বৈশাখ সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয় এর দিবসটি উপলক্ষে কলেজের অধ্যক্ষ মোহাঃ মীর কাশেম নেতৃত্বে বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ নানা রংবেরং এর ফেশটুন প্লে কার্ড সম্বলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যশোর-মাগুরা সড়ক ও কলেজ চত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে এসে সমবেত হয়।
উক্ত শোভাযাত্রার অংশ নেয় অত্র কলেজের অধ্যক্ষ মোহাঃ মীর কাশেম সহ সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
পরে কলেজ মিলনায়তনের সামনে কলেজের অধ্যক্ষ মোহাঃ মীর কাশেম সভাপতিত্বে দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, পহেলা বৈশাখ চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান।বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ। আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়ার প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, প্রভাষক মোঃ গোলাম মোর্শেদ তনু, প্রভাষক মোঃ সোহেল রানা সহ আরও অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোঃ আবু উবাইদা শিমু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।