সোহেল রানা যশোর : যশোরে গরমে পথচারী ও শ্রমজীবি মানুষের জন্য ঠান্ডাপানি, শরবত ও স্যালাইনযুক্ত পানির স্টল চালু করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের গাড়ীখানা রোডের পুলিশ প্লাজার সামনে এ স্টলের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
তৃষ্ণার্তদের জন্য ঠান্ডা পানি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন. সিরাজুল ইসলাম (যশোর জেলা বিএনপি,মোস্তফা আমির ফয়সাল(আহবায়ক) যশোর জেলা স্বেচ্ছাসেবক দল,রাজিদুর রহমান সাগর(সদস্য- সচিব)যশোর জেলা স্বেচ্ছাসেবক দল,
আলী হায়দার রানা(সিনিয়র যুগ্ম-আহবায়ক)
শামীমা আক্তার(জেলা স্বেচ্ছাসেবক দল,
শামীম রেজা অর্ণব(যুগ্ম আহবায়ক),
হাসান আহমেদ(যুগ্ম-আহবায়ক) যশোর জেলা স্বেচ্ছাসেবক দল মোস্তফা তরফদার রয়েল(আহ্বায়ক) নগর স্বেচ্ছাসেবক দল সাইফুল বাসার সুজন(সদস্য সচিব(নগর স্বেচ্ছাসেবক দল)
স্বেচ্ছাসেবক দলের নেতা পারভেজ জানিয়েছে, তীব্র গরমে পথচারী, শ্রমজীবি, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের দেহের পানিশূন্যতা রোধে এবং সামান্য স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।