যশোর অফিস : যশোর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলনের বিরুদ্ধে ৫০০ কেজি চাল আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা যুব অধিকার পরিষদ। গত ২৪ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল স্বর্ণলতা এবং সময়ের কন্ঠস্বরে প্রকাশিত “যশোরে যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে ৫শ কেজি চাল আত্মসাতের অভিযোগ” শীর্ষক সংবাদটিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মোঃ সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদে আপন মাহমুদ মিলনের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম নীতি উপেক্ষা করে হতদরিদ্রের নাম ভাঙিয়ে ৫০০ কেজি চাল আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপন মাহমুদ মিলন ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ৫০টি কার্ডের জন্য সুপারিশ করেছিলেন এবং দলের অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেই কার্ড বিতরণ করা হয়েছে। এখানে কোনো প্রকার অনিয়ম সংঘটিত হয়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংবাদে প্রতিবেদক কর্তৃক আপন মাহমুদ মিলনের সাথে মুঠোফোনে কথা বলার যে তথ্য দেওয়া হয়েছে, তাও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জেলা যুব অধিকার পরিষদ সুস্পষ্টভাবে জানিয়েছে যে, প্রতিবেদকের সাথে আপন মাহমুদ মিলনের কোনো প্রকার মুঠোফোনে যোগাযোগ হয়নি।
যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখা মনে করে, একটি কুচক্রী মহল দলের সুনাম ক্ষুন্ন করার এবং সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলনের ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। জেলা যুব অধিকার পরিষদ এই সংবাদের তীব্র নিন্দা জানিয়েছে কুচক্রী মহলকে চিহ্নিত করে কর্তৃপক্ষ মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।