নিউজ ডেস্ক ঢাকা: জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন তিনি। সেখানে তিনি দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনি প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমি কেন রাজনীতিতে আসলাম সেই প্রসঙ্গে আগে বলতে চাই। ৩২ বছর আমি ‘নিরাপদ সড়ক চাই’ এর আন্দোলন করেছি। এই ৩২ বছরে আমি যে কয়জন সরকার পেয়েছি তাদের কারোরই কোনরকম সহযোগিতা আমি পাইনি।
এই সহযোগিতা না পাওয়ার কারণে আমার ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’ এর যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য গুলো ৩২ বছরেও আমি বাস্তবায়ন করতে পারিনি।’’
তিনি বলেন, ‘‘এই ৩২ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে যে সেমিনারের অংশগ্রহণ করেছি। আমি জানতে পেরেছি যে, সরকারের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনীতির স্বদিচ্ছা ছাড়া ‘নিরাপদ সড়ক চাই’ এর মূল লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়।
গত ৩২ বছরে আমি ব্যর্থ- এমন মন্তব্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমি এই সংগঠনের পেছনে যে সময় ব্যয় করেছি তার পুরোটাই ব্যর্থ হয়েছে। ৩২ বছরেও আমার নিরাপদ সড়ক চাই আন্দোলনের কোনো সফলতা আসেনি।
তিনি বলেন, ‘‘আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনে যেভাবে সততার সঙ্গে মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি রাজনীতিতে যুক্ত হয়ে আপনাদের জন্যই দেশের মানুষের জন্যই সততার সঙ্গে কাজ করে যেতে চাই।